• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দিঘীনালায় ইউপিডিএফ ও জেএসএস গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৩৭, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দিঘীনালায় ইউপিডিএফ ও জেএসএস গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়িতে সন্তু লারমার জেএসএস ও প্রসীতপন্থী ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। তবে, নিহতদের নাম জানা যায়নি।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপের কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল ও জেএসএস দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল নাড়াইছড়ির জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। তখনই দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে, এ বিষয়ে জেএসএস সন্তু ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2