• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাড়ছে পানির চাপ, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হলো ১৮ ইঞ্চি করে

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৩, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:৫৫, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাড়ছে পানির চাপ, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হলো ১৮ ইঞ্চি করে

বাংলাদেশ-ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বাড়ছে। এই পানির চাপ কমাতে এবং কাপ্তাই বাঁধের ধারণ ক্ষমতা স্বাভাবিক রাখতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১৮ ইঞ্চি খুলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।   

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১ টা ১০ মিনিট এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে বাড়িযে দেড়ফুট (১৮ ইঞ্চি) পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি আরও জানান,  রাত ১১টা পর্যন্ত হ্রদের পানির স্তর মাপা হয়েছে ১০৮.৪৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।  

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙ্গামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে বলে জানা গেছে ।

অপরদিকে, কর্ণফুলী নদীর ভাটির অংশে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিটে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। পানির চাপ আরও বেড়ে যাওয়ায় ১৬টি কপাট দেড় ফুট করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2