টিকটকে ৩ মাসের পরিচয়ে, প্রেমিকার বাড়ি এসে প্রেমিকের আত্মহত্যা

সামাজিক মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম। তিন মাস পর প্রেমিকে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। তবে, তা মানতে না পেরে প্রেমিকার বাড়িতে এসে বিষপানে আত্মহত্যা করেছেন স্নাতকপড়ুয়া এক তরুণ। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) দুপুরে।
জানা যায়, ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আসেন গোলাম ফেরদৌস দুর্লভ (২৪) নামে ওই তরুণ। সেখানে তরুণীর বাড়িতে তিনি বিষপানের পর সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুর্লভের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে।
এদিকে, মঙ্গলবার (৫ আগস্ট) ময়নাতদন্তের পর দুর্লভের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা। এর আগে তার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তা নিয়ে চৌবাড়ি গিয়ে তরুণী, তার মা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। স্থানীয় কলেজে অনার্স পড়ুয়া মেয়েটি মা-বাবাসহ ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে তরুণের স্বজনের মুখোমুখি হন।
মেয়েটি জানান, বাবা-মা তার বিয়ে ঠিক করেছেন। তার অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়নি। আর নিহত তরুণের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান গণমাধ্যমকে জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি।
ঘটনার পর অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ তরুণের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে তরুণের স্বজনরা চাইলে থানায় অভিযোগ দিতে পারেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: