নিখোঁজের একদিন পর বালুর গর্তে মিললো দুই শিশুর মরদেহ

ফাইল ছবি
রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে বালু উত্তোলনের গভীর গর্ত থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল দুই শিশু।
রোমান(৮) পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ও মারুফ(৭) নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ওই দুই শিশু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বাড়ির পাশে আজহারুল ইসলামের বালুর পয়েন্টের গর্তে খুঁজতে যায় তারা। গর্ত পানিতে পূর্ণ থাকায় তারা গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে রোমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে একই গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন।
পরে সেনাবাহিনীর সহায়তায় গঙ্গাচড়া থানা পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খেলতে গিয়ে ওই দুই শিশু গর্তে পড়ে মারা গেছে কীনা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/এআই
মন্তব্য করুন: