সেতু ভেঙে একদিক দিয়ে যান চলাচল বন্ধ, দ্রুত তৈরির কথা বললেন মেয়র

চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় ছোট সেতুর একপাশ ভেঙে একদিক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ফলে বায়েজিদ বোস্তামী সড়কের এক অংশে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। এখন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এতে সড়কে গাড়ির জট সৃষ্টি হয়েছে।
মহানগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝরনার খালের ওপর এ সেতুর অবস্থান। সেতুটি দিয়ে ২ নম্বর গেট থেকে অক্সিজেন যাতায়াত করেন লোকজন। ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কের ওপর থাকা সেতুর একপাশের বেলিভাগ অংশ ভেঙে যায়।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করা হয়। এর পর থেকে খালে পানিপ্রবাহ বেড়ে যায়। খাল প্রশস্ত হলেও ইটের তৈরি সেতু আগের মতো ছিল। এতে পানিপ্রবাহের কারণে ধীরে ধীরে সেতুর দুই পাশ থেকে মাটি সরে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। আর আজ সকালে পানির চাপে একপাশ ভেঙে গেছে।
জানা যায়, শীতল ঝরনা খালের ওপর সেতুটি নির্মিত হয় ১৯৮০ সালে। ওই সময়ের নকশায় করা সেতুটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করার পর আরও বেশি ঝুঁকি তৈরি হয়। কেননা, ওই সময় খালের প্রশস্ততা বেড়ে গিয়েছিল।
খাল প্রশস্তকরণের কারণে পানির তোড়ে সেতুর একাংশ ভেঙেছে জানিয়ে এটি দ্রুত তৈরির কথা বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: