• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়: গোলাম পরওয়ার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩১, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:৪০, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আলেম, ওলামা ও ইসলাম পন্থীদেরকে নিষ্ঠুর ও নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার দিনের সৈনিকদের তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইসলামের পথে থাকার কারণে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে রিমান্ডে, ক্রসফায়ারে ও আয়নাঘরে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুম করা হয়েছে। মিথ্যা মামলায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে জেল খাটানো হয়েছে। জামায়াত ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। 

সোমবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শুধু সাতক্ষীরা নয়, সারা দেশের মানুষ এখন দাড়ি-পাল্লায় ভোট দিতে আগ্রহী হয়ে উঠেছে। কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়া মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই, এবার সকলকে দাড়ি-পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ মাহমুদুল হক, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা জামায়াতে সহকারি সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2