‘সুপ্রীমকোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ’ দ্রুত বাতিলের দাবি

‘সুপ্রীমকোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ’ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। তাদের দাবি, এই অর্ডিন্যান্সটি হচ্ছে সংবিধান পরিপন্থী ও ফ্যাসিস্ট পুনর্বাসনের নীলনকশা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সমাবেশে আইনজীবী নেতারা এসব কথা বলেন।
'সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স-২০২৫' বাতিল এবং এই আইনের অধীনে নিয়োগ বন্ধের' দাবিতে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন বলেন, অন্তর্বর্তী সরকারও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ব করতে চাচ্ছে। সংবিধানের তোয়াক্কা না করে অর্ডিন্যান্সের মাধ্যমে বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: