• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার ২ বাড়ি, জব্দের উদ্যোগ দুদকের   

প্রকাশিত: ১৮:৫৯, ২৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার ২ বাড়ি, জব্দের উদ্যোগ দুদকের   

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুইটি কেনা হয়েছিলো ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে। বাড়ি দুইটির দাম বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি। 

দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুইটির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেয়া হয়।

দুদকের অনুসন্ধান দল ঠিকানাসহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেয়া হয়। এবার আদালত আদেশ দিলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এ তথ্য পৌঁছানো হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে।

দুদকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো এখনও তদন্তাধীন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2