• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ১৯:০৪, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:১৫, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার অভিযোগে বাবাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুরে সকল আসামির অনুপস্থিতিতে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় দেন।  

২০১৬ সালের ১০ অক্টোবর রাতে আনোয়ারুল ইসলাম তার বাড়ির পাশে নুরুল ইসলামের পতিত জমিতে অপর আসামিদেরকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে নিজ মেয়ে মীরা আক্তার আছমাকে গলা কেটে হত্যা করে। হত্যার পরে আসামিরা প্রতিপক্ষের নামে মামলা করে। করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। 

এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের শিশু কন্যা নুসরাত জাহান রোজাকে হত্যার অভিযোগে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই আদেশ দেন।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2