বিজিবির অভিযানে ৪ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি এ তথ্য জানায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরণের কসমেটিকস, চকলেট, চশমা। এছাড়া এবার প্রথম বারের মতো জব্দ করা হয়েছে ভারতীয় গাড়ির টায়ার। গত একমাসে ৪৬ কোটি ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য বিজিবি সিলেট সেক্টর জব্দ করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদা জানান, গত ৪৮ ঘন্টার সেনাবাহিনীর সহযোগিতা এসব পণ্য জব্দ করা হয়৷ চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলো। যার বাজার মূল্য ৪ কোটি টাকা।
জব্দ করা পণ্যের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এছাড়া সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: