• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৩৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা, উৎকণ্ঠায় দিন কাটছে মা-বাবার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫১, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ০৯:৫১, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৩৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা, উৎকণ্ঠায় দিন কাটছে মা-বাবার

নিখোঁজ স্কুল ছাত্রী মন্দিরা দাস

নিখোঁজের এক মাস ছয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সাতক্ষীরার স্কুল ছাত্রী মন্দিরা দাসের। এ ঘটনায় অপহরণ মামলা দায়ের করেছেন নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা বাসুদেব দাস। তবে মেয়ের উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর উৎকন্ঠায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবার। মেয়ে বেঁচে আছে কিনা এই সংশয়ে রয়েছেন তারা। তবে, পুলিশ বলছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ স্কুল ছাত্রী মন্দিরা দাস (১৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস জানান, তার মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু তাকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে তারা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সাথে বহুবার বসেছেন। এরপর বেশ কিছুদিন উত্ত্যক্ত না করলেও চলতি বছরের গত ১৮ জুন সন্ধ্যায় তার মেয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে তাকে অপহরণ করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় গত ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে এক পর্যায়ে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। আদালতের নির্দেশে গত ৪ জুলাই সদর থানা মামলাটি নেন। তবে এখনো পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করতে পারেননি পুলিশ।

মন্দিরার মা বিশিখা রানী দাশ অভিযোগ করে বলেন, প্রশাসনের অনেক জায়গায় ঘুরেও এখনো পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করা যায়নি। তিনি এসময় অশ্রুশিক্ত নয়নে বলেন, যে তার মেয়ে আদৌ জীবিত আছে কি না তা নিয়ে তার সংশয় রয়েছে। তিনি আরও বলেন, এ মামলার একজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। মন্দিরার পরিবার সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, থানায় অনেক কাজের চাপ রয়েছে তারপরও মন্দিরা দাসের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2