• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোহাম্মদপুরে ছিনতাই: গ্রেফতার ৩, অসদাচরণের অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ১৭:২৭, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৭:২৮, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মোহাম্মদপুরে ছিনতাই: গ্রেফতার ৩, অসদাচরণের অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মোহাম্মদপুরে সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের আলোচিত ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগের চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় খোয়া যাওয়া মোবাইলটিও। গ্রেফতাররা হলেন: ইউসুফ, সিয়াম ও জহুরুল।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে মোবাইলটি ছিনতাই হয়। এরপর ওই সাংবাদিক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যা মুহূর্তে ভাইরাল হয়।

এই ঘটনার পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, এডিসি জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ও একাধিক টিম সরাসরি অভিযান পরিচালনা করে। পরে শুক্রবার দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুই কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2