• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শুধু বিগ বস দিয়েই সালমান খানের আয় ৩ হাজার কোটি টাকা!

প্রকাশিত: ০৯:১৪, ৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
শুধু বিগ বস দিয়েই সালমান খানের আয় ৩ হাজার কোটি টাকা!

বিগ বস দিয়েই সালমান খানের আয় ৩ হাজার কোটি টাকা!

ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় শো বিগ বস। প্রতি মৌসুমেই জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠান জনপ্রিয়তার পাওয়ার অন্যতম কারন বলিউড অভিনেতা সালমান খান। কেননা তিনি উপস্থাপনার পর পাল্টে গেছে এই শোয়ের চেহারা। এরই মধ্যে গত ৬ অক্টোবর বিগ বসের আরেকটি নতুন সিজন শুরু হয়ে গেছে।

প্রতিবারের মতোই এবারেও সালমান খান ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় ও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস হোস্ট করছেন। এই বছর, প্রতিযোগীরা শো-এর থিম হিসাবে 'টাইম কা তান্ডভ'র মুখোমুখি হয়েছে। যদিও শো-তে কিছু তারকা ইতিমধ্যেই নজর কেড়েছে। তার চেয়ে বেশি আলোচনায় এসেছে সালমান খানের ইনকাম আয়। 

বিগ বসের এই মৌসুমে টাইগার সালমান খান তার পারিশ্রমিক বাড়িয়েছেন বলে জানা যাচ্ছে। গত সিজনে প্রতি সপ্তাহে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিলেও এই সিজনে তিনি প্রতি সপ্তাহে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শো হোস্ট হিসেবে! এই সিজনটি আগের সিজনের মতো কম করেও ১৫ সপ্তাহের জন্য সম্প্রচারিত হবে এবং সালমান খান বিগ বস সিজন ১৮-তে ২২৫ কোটি করে আয় করবেন বলে শোনা যাচ্ছে। এটি সিজনের শেষে তার আয় মোট ৩২৩৩ কোটিতে পৌঁছে যাবে। অর্থাৎ তিন হাজার কোটি পেরিয়ে যাবে।

বিগ বস থেকে সালমান খানের মোট আয় তার হোস্ট করা সিজন ১৫ থেকে টাইগারের তিনটি সিনেমার বক্স অফিস সংগ্রহের চেয়ে প্রায় ৩.৯ গুণ বেশি! যেখানে এক থা টাইগার বক্স অফিসে ১৯৮ কোটি আয় করেছে, টাইগার জিন্দা হ্যায় ৩৩৯ কোটি এবং টাইগার৩- ২৮৬ কোটি আয় করেছে এবং সব মিলিয়ে টাইগার ফ্র্যাঞ্চাইজি দাঁড়িয়েছে মোট ৮২৩ কোটি টাকার বাজেটে।

ইতিমধ্যে, বিগ বস ১৭ পর্যন্ত, সালমান খান ৩০০৮ কোটি টাকা আয় করেছেন এবং বিগ বস সিজন ১৮ থেকে ২২৫ কোটি বেতন প্রতি সপ্তাহে যোগ করলে সমগ্র শো থেকে তার মোট আয় ৩২৩৩ কোটিতে পৌঁছে যাবে, যা এক দ্য টাইগার সঙ্গে টাইগার জিন্দার থেকে ২৯২% বেশি।

বিগ বসের সমস্ত সিজনে সালমান খানের বেতন..
বিগ বস ৪: ৭০ কোটি
বিগ বস ৫: ৭০ কোটি
বিগ বস ৬:৭০ কোটি
বিগ বস ৭: ১৫০ কোটি
বিগ বস 8: ১৫৪ কোটি
বিগ বস ৯: ১২০ কোটি
বিগ বস ১০: ১৫০ কোটি
বিগ বস ১১: ১৫৪ কোটি
বিগ বস ১২: ২১০ কোটি
বিগ বস ১৩: ৬২০ কোটি
বিগ বস ১৪: ৪১০ কোটি
বিগ বস ১৫: ৩৫০+ কোটি
বিগ বস ১৬: ৩০০+ কোটি
বিগ বস ১৭: ১৮০ কোটি
বিগ বস ১৮: ২২৫ কোটি
সূত্র: জিনিউজ ২৪

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2