বিটিএসের নতুন রেকর্ড

বিশ্বসংগীতাঙ্গনে নতুন এক রেকর্ড গড়লো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। তারা হয়ে উঠেছে বিশ্বের প্রথম শিল্পী দল, যাদের অনুরাগীর সংখ্যা একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে তিন কোটির বেশি ছাড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ার শিল্পী ও ভক্তদের সরাসরি যোগাযোগের মাধ্যম উইভার্সে বিটিএসের অনুসারীর সংখ্যা পেরিয়েছে তিন কোটি। এমন সাফল্য আগে কখনো কোনো শিল্পী বা দলের ক্ষেত্রে ঘটেনি। এই অসাধারণ মাইলফলকের কথা ২০ জুলাই তাদের সংগঠন নিশ্চিত করেছে।
২০১৯ সালের জুন মাসে চালু হওয়া এই যোগাযোগ মাধ্যম বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। এখানে অনুরাগীরা তাদের পছন্দের শিল্পীদের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ পান, দেখতে পারেন বিভিন্ন গোপন ভিডিও, শুনতে পারেন বিশেষ বার্তা। এমনকি অনুষ্ঠানের টিকিট এবং শিল্পীদের পণ্য সংগ্রহের সুবিধাও রয়েছে।
তিন কোটি অনুসারীর রেকর্ড প্রকাশ্যে আসার পর বিটিএসের অন্যতম সদস্য জিন এক হাস্যরসাত্মক বার্তা লিখে অনুরাগীদের আরও আনন্দিত করেন। তিনি লেখেন, ‘গর্ব করার মতো কিছু পোস্ট করতে বলেছিল, এই নাও!’ এই সরল অথচ মজার কথাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর অনুরাগীরা তা সাদরে গ্রহণ করেন।
বর্তমানে বিটিএস তাদের নতুন গানের সংকলন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সেটি আগামী বছর বসন্তকালে প্রকাশিত হবে বলে জানা গেছে। এটি হবে তাদের পূর্ণাঙ্গ দল হিসেবে প্রথম সংকলন, যা সর্বশেষ প্রকাশিত হয়েছিল ২০২২ সালে। সামরিক দায়িত্ব পালন শেষে সাত সদস্যই এবার একসঙ্গে কাজ করছেন। অনেকেই বলছেন, এটি হতে চলেছে বছরটির সবচেয়ে প্রতীক্ষিত সংগীত প্রকাশনা।
এদিকে নতুন রেকর্ড গড়ার আগে ১৮ জুলাই বিটিএস তাদের প্রথম মঞ্চ পরিবেশনার গানের সংকলন প্রকাশ করেছে। এই সংকলনে ২০২১ ও ২০২২ সালে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোর গানের পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে। মহামারি পরবর্তী সময়ে এই অনুষ্ঠানগুলো ভক্তদের জন্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ ও গভীরভাবে স্মরণীয়।
সব মিলিয়ে বিটিএস আবারও প্রমাণ করেছে, তারা শুধু একটি সংগীতদলই নয় বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক শক্তি। তাদের এই অভাবনীয় জনপ্রিয়তা আজকের যুগে সংগীতের শক্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: