ক’টা দিন সময় চাইছি, কেউ খারাপ কিছু ছড়াবেন না: বুবলী (ভিডিও)

দেশের সকল বিনোদন প্রিয় মানুষ আবারও একযোগে তাকিয়ে আছে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের দিকে। চিত্রনায়িকা শবনম বুবলীর বেবি বাম্পের ছবি ও মা হওয়ার খবর নিয়ে চলছে তোলপাড়। তার এই ছবি নতুন নাকি পুরাতন, সন্তানের পিতা কে? নানান জল্পনা-কল্পনা চলছে সামাজিক মাধ্যমজুড়ে।
তবে এসব নিয়ে নিজেই মুখ খুলেছেন বুবলী। ভক্তদের জানিয়েছেন নিজের সকল জানাবার কথা। তবে এখনই সব বলতে চাননি। চেয়ে নিয়েছেন সময়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে বুবলী গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে কয়েকটা দিন সময় চান। সঙ্গে থাকা সিনিয়র অভিনেত্রী মনিরা মিঠুও বুবলীকে মানসিক সমর্থন দেওয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: ১৪বার নদী ভাঙনের শিকারের পর তাকরীমের ঠাঁই হয় টিনের ঘরে
ওই সময় বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। আপনাদের অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়।
মা হওয়া প্রসঙ্গে বুবলী জানান, ‘কিছু ব্যাপার তো আছেই।’ আর এই ব্যাপার নিয়েই সব কিছু মেলানোর চেষ্টা করছেন শোবিজ অঙ্গনের সমালোচকরা। তবে সব কিছু তিনি পরিষ্কার না করা পর্যন্ত ধৈর্য্য ধরাটাই শ্রেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: মিছিলে লাঠিসোটা ব্যবহারে নতুন নির্দেশনা দিলো ডিএমপি
বিভি/এজেড
মন্তব্য করুন: