উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিবে গণস্বাস্থ্য কেন্দ্র

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও আইসিইউ সেবা দিবে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।
সোমবার (২১ জুলাই) দুপুরে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত সকল শিক্ষার্থীদের আইসিইউ সুবিধাসহ সকল চিকিৎসা বিনামূল্যে করা হবে। যোগাযোগ: গণস্বাস্থ্য নগর হাসপাতাল। বাড়ী নং-১৪/ই, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। মোবাইল: ০১৪০১১৭১৭৪২
এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটে হঠাৎ করে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F- 7 বিজেআই। এতে বিমান থেকে আগুন ধরে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিভি/কেএস/এজেড
বিভি/এজেড
মন্তব্য করুন: