• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯:০০, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ জনের মৃত্যু

ছবি: এনডিটিভি

ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার এলাকার একটি ভবনে আজ রবিবার (১৮ মে) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও অনেকে আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার সকাল ৬টা নাগাদ হায়দরাবাদের  চারমিনারগামী  রাস্তার পাশে অবস্থিত গুলজার হাউজে হঠাৎ করেই ভয়াবহ আগুন লেগে যায়। বিষয়টি পুলিশ ও দমকল বিভাগকে জানানো হয়। খবর পেয়ে অগ্নিনির্বাপককর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এরই মধ্যে দগ্ধ হয়ে অনেকে মারা গেছেন। নিহতদের মধ্যে দুই  শিশুও রয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতদের শনাক্ত করা যায়নি।

১১টি দমকল ইঞ্জিনের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টার পর অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্যটির কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেছেন তিনি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করা হবে বলে জানান তিনি।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2