• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

প্রকাশিত: ২১:২৩, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

ছবি: ফাইল ফটো

ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিলো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন।ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ শুক্রবার (১৭ মে) রাতে এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এদিকে কাউন্সিল অব ইউরোপের সভাপতি আন্তোনিও কস্তা গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করে বলেছেন, গাজা উপত্যকা সম্পর্কিত আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। 

অন্যদিকে শনিবার জারি করা এক যৌথ বিবৃতিতে সাতটি ইউরোপীয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন, তারা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মুখে চুপ থাকবেন না। সূত্র: তেহরান নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: