ফিলিস্তিনে গণহত্যা: আইসিজেতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে ব্রাজিল

ফিলিস্তিনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় বাদী দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়ে বিচারকার্যক্রমে যুক্ত হবার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনা এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছে ব্রাজিলের পররাষ্ট্র দফতর।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ তার প্রশাসনের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে। ব্রাজিলের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, আইসিজেতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি শেষ। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনিদের অনাহারে রাখতে খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে অমানবিকভাবে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গও উল্লেখ করা হয় ব্রাজিলের বিবৃতিতে। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকে ইসরাইলের বিরুদ্ধে সরব ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে এই মামলা করেছে। এর আগে এই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক, স্পেন, আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ।
বিভি/এআই
মন্তব্য করুন: