• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবশেষে যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করলো ভারত

প্রকাশিত: ১৮:৪৪, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করলো ভারত

ছবি: রয়টার্স

বহু আলোচনার পর যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ভারত। দেশটিতে সফরের সময় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই এই চুক্তিটি সই হয়। 

বুধবার লন্ডনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সই হয় চুক্তিটি। এ চুক্তি অনুযায়ী ২০৪০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে একসাথে কাজ করবে দেশ দুটি। চুক্তিটির ফলে যুক্তরাজ্যের পণ্যের ওপর ভারতের শুল্ক ১৫ শতাংশ থেকে নামবে ৩ শতাংশে। গাড়ি, খাদ্যদ্রব্য, বৈদ্যুতিক যানবাহনসহ শুল্ক কমবে ভারতের নানা পণ্যের ওপরও। দু'দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে বিনিয়োগ আসবে প্রায় ৬ বিলিয়ন পাউন্ড।

নতুন এই চুক্তির ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধি চার দশমিক আট বিলিয়ন পাউন্ড হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চুক্তিটি যুক্তরাজ্যের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং যুবকদের জন্য অসংখ্য নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের।

উভয় দেশের সংসদে অনুমোদনের পর কার্যকর হবে এই চুক্তিটি। কার্যকর হলে এটি হবে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2