• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিউ মেক্সিকোতে ভয়াবহ বন্যা, প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত: ১২:২৫, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১২:২৬, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নিউ মেক্সিকোতে ভয়াবহ বন্যা, প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে নিউ মেক্সিকো। ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। বন্যার কারণে অঞ্চলটিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে, তৈরি হয়েছে সংকটময় পরিস্থিতি।

নিউ মেক্সিকোর রুইডোসো এলাকায় নদীর পানি উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর। রয়টার্স জানিয়েছে, আকস্মিক এই বন্যায় রুইডোসোতে শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনেক মানুষ তাদের বাড়ি ও গাড়ির ভেতর আটকাও পড়েন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নিউ মেক্সিকোর রুইডোসো গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়।

অ্যালবুকার্কির জাতীয় আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা রুইডোসো, রুইডোসো ডাউনস এবং হলিউড এলাকার বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন। এই বন্যাটি সবচেয়ে তীব্রভাবে আঘাত হেনেছে দক্ষিণ ফর্ক ফায়ার বার্ন স্কার অঞ্চলে। ইতোপূর্বে সেখানে ভূমিধস ও ধ্বংসস্তূপের প্রবাহ ঘটেছে।

রুইডোসো নিউ মেক্সিকোর দক্ষিণ-মধ্যাঞ্চলের সিয়েরা ব্লাঙ্কা পর্বতমালায় অবস্থিত একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্র। এটি শীতকালে স্কি করার জন্যেও বেশ জনপ্রিয়। এই স্থানটি অ্যালবুকার্কি শহরের প্রায় ১১৫ মাইল দক্ষিণে অবস্থিত। 

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) অঞ্চলটিতে ভয়াবহ বন্যার পানি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুপুরের দিকে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি এই গ্রামে হঠাৎ করে বন্যার দেখা দেয়। এতে এলাকার সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। অনেক মানুষ স্রোতের কারণে আটকে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

চলতি জুলাই মাসেই ভয়াবহ এই বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রত্যক্ষদর্শীর নেওয়া ভিডিওতে দেখা যায়, বন্যার স্রোতে একটি বাড়ি সম্পূর্ণভাবে ভেসে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ও ভিডিও ফুটেজ যাচাই করে তারা স্বাধীনভাবে ওই এলাকার অবস্থান ও ভবনগুলোর নকশা যাচাই করেছে। এছাড়াও, তারা স্থানীয় সরকারের প্রকাশিত বিবৃতি বিশ্লেষণ করে ঘটনাটির তারিখ নিশ্চিত করেছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2