হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: ট্রাম্প

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না। ইসরাইলি জিম্মিদের ছেড়ে দেওয়ার পর তাদের ভাগ্যে কী ঘটতে পারে, এই শঙ্কায় আছে গোষ্ঠীটি। এদিকে, ফিলিস্তিনের গাজায় প্রতি তিনজনে একজন না খেয়ে দিন পার করছেন। ২৪ ঘণ্টায় গাজায় অনাহারে মৃত্যু হয়েছে ৯ ফিলিস্তিনির।
আবার আসল চেহারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়দিন নীরব থাকার পর ফের হুমকি-ধামকি দিতে শুরু করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। কোন রকম ভান-ভনিতার আশ্রয় নিয়ে হুঁশিয়ারি দিয়ে বললেন, হামাসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের দাবি, হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না। যুদ্ধবিরতিতে গেলে ইসরাইলি জিম্মিদের ছেড়ে দিতে হবে। এরপর তাদের ভাগ্যে নেমে আসতে পারে কঠিন পরিণতি। সেই ভয়ে হামাস যুদ্ধবিরতিতে যেতে চায় না। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য থেকে বিশ্লেষকদের বক্তব্য, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে চায় না। বরং গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি চায়।
এদিকে, ফিলিস্তিনের গাজায় প্রতি তিনজনের একজন না খেয়ে দিন পার করছেন। এক বিবৃতিতে জাতিসংঘের খাদ্যসহায়তা কর্মসূচি এ তথ্য দিয়েছে। গাজায় পুষ্টিহীনতা বাড়ছে বলেও জাতিসংঘের অন্তর্গত সংস্থাটি সতর্ক করে দিয়েছে। এছাড়া সংস্থাটির মতে ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন।
অবরুদ্ধ গাজায় খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি প্রশাসন। শুধু তাই নয়, নিজেদের দোষ ঢাকতে এসব সমস্যায় হামাসকে দায়ী করছে ইসরাইল।
বিভি/এসজি
মন্তব্য করুন: