আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানে আগুন, অল্পে রক্ষা ১৭৩ যাত্রী

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এরপর ফ্লাইট থেকে ১৭৩ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বোয়িং ৭৩৭।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে হঠাৎ বিমানে আগুন লেগে যায়। ফ্লাইটটি তখনো রানওয়েতেই অবস্থান করছিল।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজে হঠাত ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন।
ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও কেউই গুরুতর আহত হননি। তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর যাত্রীদের বাসে করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: