• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনা স্থগিত করলো ভারত!

প্রকাশিত: ১৯:১৪, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এবার মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনা স্থগিত করলো ভারত!

প্রতীকী ছবি

ট্রাম্পের শুল্কের জেরে এবার মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। শুক্রবার (৮ আগস্ট) এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। আর এ প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে, ভারতের এ সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় টানাপোড়েনের প্রথম স্পষ্ট ইঙ্গিত। 

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আগামী সপ্তাহগুলিতে ওয়াশিংটন সফর করে কয়েকটি ক্রয় চুক্তি ঘোষণা করার কথা ছিলো, কিন্তু সেই সফর বাতিল হয়েছে। ৬ আগস্ট ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল কেনার প্রতিবাদে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন, যা মোট শুল্কের হারকে ৫০%-এ পৌঁছে দেয়— মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

সূত্র জানিয়েছে, শুল্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিকনির্দেশনা স্পষ্ট হলে এই প্রতিরক্ষা ক্রয় আবারও এগোতে পারে, তবে এখনই নয়। যদিও আনুষ্ঠানিকভাবে ক্রয় স্থগিতের কোনও লিখিত নির্দেশ নেই, আপাতত কোনও অগ্রগতি হচ্ছে না।

স্থগিত হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে জেনারেল ডায়নামিক্সের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, রেথিয়ন ও লকহিড মার্টিনের যৌথভাবে তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, এবং ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি ৮ নজরদারি বিমান ক্রয়— যার প্রস্তাবিত মূল্য ৩.৬ বিলিয়ন ডলার।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এসব ক্রয় ও যৌথ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা, যেমন গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ সামরিক মহড়া, বাধাহীনভাবে চলতে থাকলেও, শুল্কের কারণে রাজনৈতিকভাবে মোদীর জন্য রাশিয়া থেকে আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝোঁকা কঠিন হয়ে পড়েছে।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক, যেখানে রাশিয়া দীর্ঘদিন ধরে প্রধান সরবরাহকারী। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ফ্রান্স, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশের দিকেও ঝুঁকছে। তবে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কারণে ভারতীয় সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনও মস্কোর সহযোগিতা প্রয়োজন হবে।

এদিকে, মস্কো ভারতকে নতুন প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তাব করছে, যদিও ভারত এখনই রাশিয়া থেকে নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2