• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘কারও হুমকিতে পিছু হটবে না ইসরাইল’

প্রকাশিত: ১৬:৩৮, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৩০, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘কারও হুমকিতে পিছু হটবে না ইসরাইল’

ছবি: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ

গাজা নগরী দখলের পরিকল্পনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে ইসরাইল। কারও হুমকিতে পিছু হটবে না ইসরাইল, জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। পরিকল্পনা অনুযায়ী গাজা নগরীতে অভিযান প্রস্তুতি শুরু করেছে ইসরাইল।

ইসরাইল কাৎজ বলেন, সমালোচনা করে এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ইসরাইলকে দুর্বল করা যাবেনা। গাজা দখলের পথে বাধা হলে তাদের যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে গাজার সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে শুরু করেছে ইসরাইলি বাহিনী।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সরবরাহ বাড়িয়ে গাজাবাসীদের ওই অঞ্চলে সরে যেতে বাধ্য করা হবে বলে জানিয়েছে দেশটি। এরপর কয়েক ধাপে অভিযান চালিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা নগরী দখল করবে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তবে অভিযান কবে নাগাদ শুরু হবে তা এখনো জানা যায়নি।

গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা সহ বেশ কয়েকটি দেশ। ঘনিষ্ট হওয়া সত্ত্বেও ইসরাইলের এই সিদ্ধান্তের বিরোধীতা করে দেশটিতে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

গাজায় হামলা চালিয়ে ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী, আহত আরও ৩শ'। ভূখন্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩শ' জনে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2