ইসরাইলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত

ছবি: সংগৃহীত
ইসরাইলের হামলায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘামারির প্রাণহানির তথ্য নিশ্চিত করে এই গোষ্ঠী। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি তারা।
হুথিদের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায়া-তে আগস্টের শেষ দিকে এক বিমান হামলায় আহত অবস্থায় আল-ঘামারি পরবর্তীতে মারা যান। ওই হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও আরও কয়েকজন মন্ত্রীও নিহত হন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, সন্ত্রাসের নেতৃত্বে থাকা আরেকজন স্টাফ চিফকে আমরা নির্মূল করেছি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, যারা আমাদের ক্ষতি করতে চায়, আমরা তাদের প্রত্যেকের কাছে পৌঁছাব।
সূত্র: এএফপি, জেরুজালেম পোস্ট।
বিভি/এসজি
মন্তব্য করুন: