• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চুক্তির এক সপ্তাহ পার না হতেই আবারও গাজায় ইসরাইলের হামলা

প্রকাশিত: ০৯:৪৪, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চুক্তির এক সপ্তাহ পার না হতেই আবারও গাজায় ইসরাইলের হামলা

যুদ্ধবিরতি চুক্তির এক সপ্তাহ পার হতেই আবারও গাজায় জোরালো হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। রবিবার সন্ধ্যার পর ভূখণ্ডটির বিভিন্ন স্থানে অন্তত ২০টি বোমা হামলা চালিয়েছে তারা। হত্যা করেছে অন্তত ৪০ ফিলিস্তিনিকে। ১০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৯৭ জনে।

রবিবার খান ইউনিসের পশ্চিমের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের লক্ষ্য করে নেতানিয়াহু বাহিনী বোমা হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। হামলা হয়েছে আজ জাওয়াইদায়। এছাড়া উত্তর গাজার বাসিন্দাদের ওপরও বোমা হামলা চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। 

হামলার পর ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যুদ্ধ আবারও শুরু হয়েছে কিনা। এছাড়া কেউ কেউ বলছেন, জিম্মিদের ফিরে পেয়ে ইসরাইলি বাহিনী হত্যাযজ্ঞ শুরু করেছে। 

হামাসের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করছে। এদিকে, মিশরের সাথে রাফা সীমান্ত ক্রসিংসহ অন্যান্য ত্রাণ সরবরাহের স্থান বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী। এতে গাজায় আবারও দুর্ভোগ বাড়তে শুরু করেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2