রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে কার্গো বিমান!

ছবি: বিবিসি
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান। ওইসময় রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে দুইজনের মৃত্যু হয়।
স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারএসিটি লিভারিযুক্ত বোয়িং সেভেন ফোর সেভেন কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়। বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হংকং বিমানবন্দরে ২১৩ জন দমকল কর্মী ও প্রাথমিক চিকিৎসা সেবা কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। ঘটনাটির তদন্তে হংকংয়ের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে।
এমিরেটস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, ঘটনার দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারীরা বলছেন, বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং এর একটি খণ্ড সমুদ্রের পানিতে ভাসছিলো।
এমিরেটস ফ্লাইট ইকে ৯৭৮৮, বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের এ বিমানটি দুবাই থেকে হংকংয়ে এসেছিলো। এটি তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটির মালিকানাধীন। বিমানটিতে থাকা চারজন ক্রুর সবাই বেঁচে আছেন। উদ্ধারের আগে তারা দরজা ভেঙ্গে বেরিয়ে এসেছিলেন। এরপর উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানকার আবহাওয়া ভালো ছিলো এবং এ ঘটনার কারণে অন্য কোন ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি।
উল্লেখ্য, প্রায় তিন দশক আগে ১৯৯৮ সালে হংকং বিমানবন্দর চালু হওয়ার পর এটি এ ধরনের দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা। সূত্র; বিবিসি
বিভি/এমআর
মন্তব্য করুন: