• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি দখল করেছে রাশিয়া, যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের

প্রকাশিত: ১০:২৩, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:২৪, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনের ৭৮ শতাংশ জমি দখল করেছে রাশিয়া, যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে। এখন উভয়পক্ষের যুদ্ধ বন্ধ করা উচিৎ।’  সোমবার (২০ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত। আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে।

ট্রাম্প আরও বলেন, এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় ৭৮ শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2