তিনবারের চেষ্টায় সফল, ইতিহাস গড়ে জাপানের নারী প্রধানমন্ত্রী তাকাইচির দায়িত্ব গ্রহণ

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। এতে করে তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন।
ভোটাভুটির পর মঙ্গলবার (২১ অক্টোবর) জাপানের পার্লামেন্ট তাকে নির্বাচিত করে। দ্বিতীয় দফার ভোটে উচ্চকক্ষে ১২৫টি ভোট পেয়েছেন তিনি। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যা প্রয়োজনীয় ভোটের চেয়ে এক ভোট বেশি।
এর আগে প্রথম দফার ভোটে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচি ২৩৭ ভোট পান। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে। এই জয়ের ফলে জাপানে গত তিন মাসের রাজনৈতিক শূন্যতার অবসান হলো।
জাপানের আয়রস লেডিখ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত। এটি তার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল। এবারই তিনি সফল হলেন।
তবে, তাকাইচির দায়িত্বভার নেওয়া সহজ হবে না বলে মত বিশ্লেষকদের। গত পাঁচ বছরে এ নিয়ে চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেলো জাপান। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামলানোসহ নানা চ্যালেঞ্জ আছে তাকাইচির সামনে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: