নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পেতে যোগাযোগ করতে হবে যে নম্বরে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পেতে ৬টি মোবাইল নম্বর দিয়েছে সরকার। এসব নম্বরের পাশাপাশি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিতেও বলা হয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ তার ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বারগুলো হলো- মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202, সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, সিএমএইচ ইমার্জেন্সি 01769013311, জাতীয় বার্ন ইউনিট 01949043697, মাইলস্টোন স্কুল (এডমিন অফিসার) 01814774132 ও উপাধাক্ষ্য 01771111766।
এছাড়া জাতীয় জরুরি সেবা নাম্বার 999 ও বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেলেও যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটে হঠাৎ করে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F- 7 বিজেআই। এতে বিমান থেকে আগুন ধরে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিভি/কেএস/এজেড
মন্তব্য করুন: