• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশিত: ১৪:৪৩, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিলো, তা স্থগিত করা হয়েছে। নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে এই পরীক্ষার তারিখ।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, গতকাল সোমবার মাইলস্টোনের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইসএচসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2