মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুসহ দুইজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ কথা জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, সকালে দুই ঘণ্টার ব্যবধানে দুজন মারা যায়। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী, অন্যজন কর্মচারী। দুইজনই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
এদিন সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারহানের বয়স ১৩ বছর। মা-বাবার সঙ্গে উত্তরায় থাকত সে।
আর বেলা পৌনে ১১টার দিকে মারা যান স্কুলের কর্মচারী মাসুমা বেগম। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন। সকালেই তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: