জুলাইয়ের চেতনায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

এক বছরের অভিজ্ঞতায় দেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা দেখছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বিমান ও পর্যাটন মন্ত্রণালয় আয়োজিত 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা' শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান।
শেখ বশির উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আমলে শিক্ষাঙ্গন, বিচারালয়, আর্থিক প্রতিষ্ঠান এমন কি ধর্মীয় প্রতিষ্ঠানেও দুর্নীতি চালু হয়েছে। জুলাইয়ের চেতনায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি করা হবে যেন ভবিষ্যত প্রজন্ম সুন্দর একটি রাষ্ট্র পায়।
অর্থখাতে শৃঙ্খলা ফিরে আসছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, দেশের অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে আশাবাদী তিনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: