• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৫, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়াগায় বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জোয়ারের পানি বাড়ায় উত্তাল সমুদ্রের ঢেউয়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়। প্লাবিত হয়েছে অন্তত দশটি গ্রাম। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

এদিকে, মোংলা উপকূলীয় এলাকায় নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বন সংলগ্ন নদীর পানি বৃদ্ধির কারণে বনের করমজল, দুবলা, আন্দারমানিকসহ নিচু এলাকাগুলো ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। তবে, কোনো বন্যপ্রাণীর ক্ষতি হয়নি।

অন্যদিকে, বৈরি আবহাওয়ার প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে বেড়েছে পানি। এতে প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। তলিয়ে গেছে শহরের বেশ কিছু এলাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2