‘৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের সম্ভাব্য তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা’

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৪ থেকে ৫ দিনের মধ্যে প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (২৬ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথী ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় করেন জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএম-এর ববি হাজ্জাজ, বাসদ, খেলাফত মজলিশ, এনপিপি, জাকের পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিরা।
নির্বাচন, সংষ্কার, ঐকমত্য কমিশন ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। এসময় জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের নির্বাচনের তারিখ ঘোষণার কথা জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: