• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে: আইন উপদেষ্টা

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে: আইন উপদেষ্টা

ছবি: ড. আসিফ নজরুল

নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে, যার উদাহরণ শেখ হাসিনা।

শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত ‘১১তম মানবাধিকার সম্মেলন-২০২৫’ শীর্ষক সেমিনারে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। যা শুধু আইন দিয়ে সম্ভব নয়। এর জন্যে সবার উপলব্ধি, আত্মশুদ্ধি ও স্বচ্ছতার প্রয়োজন। আইনগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে এসব বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে।

ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতা থেকে সরে যাওয়ার ভয় চলে গেলে সরকার কীভাবে দানবে পরিণত হয় আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে মানুষ তা দেখেছে। এর ভয়াবহ মূল্য উপলব্ধি করে চিন্তাধারা বদলাতে হবে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2