• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

প্রকাশিত: ০৮:৫৩, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটিই বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মধ্যরাতে হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি প্রকাশের পাশাপাশি হলে হলে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধীতাসহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে প্রশাসনের সুষ্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। রাত সোয়া দুইটায় হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানিয়ে উপাচার্য, বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।

তবে হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবির সিদ্ধান্তে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্ররাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর  সাইফুদ্দীন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তা কতোটা সম্ভব হবে তা নিয়ে আরও ভাবা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2