‘বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব কেউ দেয়নি’

জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো রাজনৈতিক দল দেয়নি বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।
নজরুল ইসলাম খান বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। রাজনৈতিক দল ছাড়া সংস্কার করা সম্ভব না। তিনি আরও বলেন, জুন-জুলাইয়ের মধ্যে সব সংস্কার প্রস্তাব নির্ধারন করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। দেশে জনগণের নির্বাচিত সরকার দরকার।
তিনি বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। দীর্ঘ লড়াইয়ের পর অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। হাজার হাজার গুম খুনের পর জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। সাধারণ মানুষ মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিলো সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।
বিভি/এসজি
মন্তব্য করুন: