• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে প্রতিবাদে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। আলাদাভাবে প্রতিবাদ মিছিল করেছে কক্সবাজার শহর বিএনপিও।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক হল মাঠে  নাসিরুদ্দীন পাটওয়ারী বক্তব্যে বলেন- আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিলেন বিখ্যাত গডফাদার। আর এখন কক্সবাজারের গডফাদার সিলং থেকে আসা। তাকে চাঁদাবাজ, জমি দখলকারী বলেও মন্তব্য করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। 

তার এ বক্তব্য কক্সবাজার জেলা তথা দেশের সকল রাজনৈতিক সচেতন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। তার এই বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির জন্ম। তারা এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পর্যন্ত পায়নি। বয়স কম নাসিরুদ্দীন পাটওয়ারীর মুখে বড় কথা বলা পলাতক স্বৈরাচারের দোসর বলে আখ্যা দেন বিএনপির নেতৃবৃন্দ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2