• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমাবেশে যোগদানের সময় ৩ জনের মৃত্যু, জামায়াত আমীরের শোক

প্রকাশিত: ২৩:৫৫, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সমাবেশে যোগদানের সময় ৩ জনের মৃত্যু, জামায়াত আমীরের শোক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুজন এবং সমাবেশস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (২০ জুলাই) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে জামায়াত আমীর বলেন, ‘এই তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।’

তিনি বলেন, ‘আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করছি, তিনি যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন।’

বিবৃতিতে শফিকুর রহমান আরও বলেন, ‘সেই সাথে যারা মারা গেছেন, তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রব তাদের পরিবার ও স্বজনদের ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।’

শনিবার (১৯ জুলাই) ঢাকায় জামায়াতের সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান মারা যান। এ ছাড়া দুর্ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন। 

অন্যদিকে সমাবেশস্থলে উপস্থিত থাকাবস্থায় রংপুরের শাহ আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2