• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণার পর দুঃখপ্রকাশ করলেন সারজিস

প্রকাশিত: ০১:২৬, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণার পর দুঃখপ্রকাশ করলেন সারজিস

বান্দরবান নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত শব্দচয়নের’ জন্য দুঃখপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের নেতা সারজিস আলম। এদিকে তার এই বক্তব্যকে ঘিরে রবিবার (২০ জুলাই) দুপুরে এনসিপিকে বান্দরবানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে সংবাদ সম্মেলন করে ‘বান্দরবান ছাত্রসমাজ’ নামে একটি প্ল্যাটফর্ম। সংবাদ সম্মেলন থেকে এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। 

বান্দরবান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল বলেন, “৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সারজিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে বর্ণনা করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য।

“একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান বলে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা হয়েছে।”

পরে রবিবার (২০ জুলাই) এক ফেসবুক পোস্টে সারজিস বলেন, “বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

‘সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙ্গামাটি থেকে’ শিরোনামে লেখা ওই পোস্টে সারজিস আলম আরও বলেন, “আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।”

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2