অসুস্থ জামায়াত আমীরকে নেওয়া হয়েছে হাসপাতালে

অসুস্থ হওয়ার পরও মঞ্চে এভাবেই বসে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে সমাবেশ শেষে হাসপাতালে নেয়া হয়েছে। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাকে নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের মহাসমাবেশে বক্তব্য দেয়া শেষে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।
এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিকালে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে এসে তাকে ধরেন এবং শুশ্রুষা করেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন।
মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবারও পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।
দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
পরপরই বসে বক্তব্য দেয়া শুরু করেন ডা. শফিকুর রহমান। ওই অবস্থায় দীর্ঘ বক্তব্য দিয়ে আগত নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: