• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: রহমাতুল্লাহ

প্রকাশিত: ২০:১১, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ২০:১২, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: রহমাতুল্লাহ

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই, চন্দ্রমোহন, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও মিথ্যাচার বক্তব্য এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালের পুর্বাঞ্চলের সাহেবের হাট বাজারে অনুষ্ঠিত বিরাট বিক্ষোভ মিছিলের পূর্বে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় রহমাতুল্লাহ বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন নামে বিভক্ত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচারের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অতীতেও ব্যর্থ হয়েছে আর বর্তমানেও সফল হবে না। অন্তর্বর্তী সরকারের জুলাই গণঅভ্যুথানের এক বছরের মাথায় এসেও জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া দেশবাসীর জন্য দুর্ভাগ্যের বিষয়। গণতন্ত্রের স্বপ্ন দেখেই এই দেশে গত ১৫ বছর আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে জুলাই-আগস্টের আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হবে। তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে যারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছেন তারা কেউ কেউ নিজেদেরকে ইসলাম ও জুলাই চেতনার সোল এজেন্ট বলে দাবি করছেন। ইসলাম ও জুলাইয়ে চেতনার ইজারা এদেশের জনগণ কারও কাছে দেয়নি । ইসলাম ও জুলাইয়ের চেতনাকে যারা বিক্রি করছে তারা মুলত গণতন্ত্রের শত্রু।  

রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব শক্তি যারাই কম বেশি  ভুমিকা পালন করেছেন তাদেরকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্বা মো: ইসরাইল পন্ডিতের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একেএম আব্দুস সালাম রাড়ী, সাবেক চেয়ারম্যান ও চাঁদপুরা ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি এবিএম মোকলেছুর রহমান, চরকাউয়া ইউনিয়নের বিএনপি’র সাবেক আহবায়ক মামুন সরদার গণী, টুঙ্গিবাড়িয়া
ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক মো: আনোয়ার মৃধা, মিলন চৌধুরী, আবুল  খায়ের জলিল, সালাম হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল কবির ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, উপজেলা তাঁতিদের দলের সদস্য সচিব এম এ কাশেম প্রমূখ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2