মাগুরায় আরেক শিশু ধর্ষণ, পাশে দাঁড়ালেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। অসুস্থ সেই শিশুর উন্নত চিকিৎসাসহ পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৪ জুলাই) বিকালে মাগুরা মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রী কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে রাধানাগর গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিলো শিশুটি। সিনথিয়া নামের আরেক শিশুর সঙ্গে খেলতে ওই শিশুটি পাশের বাড়িতে যায়। এই সুযোগে সৈয়দ আলী শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করেন। পরে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর রাতে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
এ ঘটনার প্রতিবাদে মহম্মদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়সহ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (শনিবার) বিকালে মাগুরা সদর হাসপাতালে তারেক রহমানের নির্দেশনায় শিশুটির চিকিৎসার খোঁজ নিতে আসেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি শিশুটির পরিবারকে জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনার ব্যবস্থার পাশাপাশি শিশুটির পরিবারের নিরাপত্তাসহ যাবতীয় দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: