বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠা করছে রাজনীতিতে নতুন আসা নেতারা: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনীতিতে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠা করছে রাজনীতিতে নতুন আসা গণঅভ্যুত্থানের একক দাবীদার নেতারা। তারা নাকি আবার রাজনীতির পুরনো বন্দোবস্তের পরিবর্তে নয়া বন্দোবস্ত প্রমোট করতে চায়। তিনি বলেন, এসব নষ্ট রাজনীতি আওয়ামী লীগ করেছে ।
শনিবার (১৯ জুলাই) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামের ছেলে নিহত সেলিম শেখের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেলিম গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন।
এর আগে তিনিসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেলিম শেখের পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে ধুরাইল বাজার থেকে কালোব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল সহকারে কাউলরা কবরস্থানে শহীদ সেলিম শেখের কবরে পুস্পস্তবক অর্পণ করে শহীদের আত্মার মাগফেরাত কামনা কিরে মুনাজাত করেন।
এমরান সালেহ প্রিন্স শহীদ সেলিমের বাড়িতে যান এবং তার পিতা-মাতা ও ভাইয়ের সাথে সাক্ষাত করে তাদের সান্তনা দেন। তিনি সেলিম শেখের বাড়িতে কয়েকটি গাছের চারাও রোপন করেন।
শোক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, এরা বক্তব্য ও বিবৃতিতে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশোভন, অশালীন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। ওরা উস্কানী দিয়ে বিএনপির সাথে সংঘাত বাধিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন নস্যাত করতে তৎপর।
তিনি বলেন বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং উস্কানীতে পা দিচ্ছে না- দিবেও না ।
সমাবেশে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের ইমানী দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে খুনি হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে পরে নাই। তীব্র গণবিক্ষোভের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যূত হতে হয়। হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে জনগণের বুকে অবৈধভাবে চেপে বসা জগদ্দল পাথর অপসারিত হয়।
তিনি বলেন, তারেক রহমান এবং বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। গণঅভ্যুত্থানের ঐক্যকে অটুট রেখে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে গণঅভ্যুত্থানের শক্তি সমূহে বিভক্তি, অনৈক্যে শহিদদের আত্মা কষ্ট পাচ্ছে। জনগণ ছাড়াই ক্ষমতায় যাবার উদগ্র বাসনা কতিপয় দলকে অন্ধ করে দিয়েছে। তারা লজ্জা শরমের মাথা খেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে তারা লাগামহীন অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এদের ক্ষমতা লোভ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে সকল শহীদকে বীরের মর্যাদা দেবে, তাদের এলাকার সংশ্লিষ্ট রাস্তা বা প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে। আহতদের যথাযথ পুনর্বাসন ও সুচিকিৎসা প্রদান করা হবে ।
হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম আর আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় শহীদ সেলিম শেখের পিতা কলিম উদ্দিন শেখ, মাতা সখিনা খাতুন এবং বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: