• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অসুস্থ জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশিত: ২০:৩৯, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অসুস্থ জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অসুস্থ জামায়াত আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তিনি।

দুই দলের দুই শীর্ষ নেতাই আজ নিজ নিজ দলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। হাসপাতালে মির্জা ফখরুলের সাথে আরও ছিলেন আব্দুল মঈন খান। আর জামায়াত আমীরের সাথে ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বিকাল ৫টার পর প্রধান অতিথির বক্তব্য দিতে শুরু করেন জামায়াত আমীর। ২০ মিনিটের মাথায় প্রথমবার অসুস্থ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন।

এ সময় নেতারা কেউ কেউ তাকে বাতাস করেন। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরুর ১ মিনিটের মাথায় আবারও অসুস্থ বোধ করলে ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন। বসা অবস্থাতেই বক্তৃতা চালিয়ে যান।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।’

আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন, সেই কামনা করেন তিনি। এরপর ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2