জাতীয় ঐক্য কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট। তবে, জনগণের মধ্য থেকেও এর দাবি উঠতে হবে।
বর্তমানে দেশ ট্রানজিশন পিরিয়ডে আছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটিকে কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে।
বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে সেটি ৭১ সালে প্রমাণিত হয়েছে। আবার ২৪ এ-ও প্রমাণিত হয়েছে। সংস্কার আগেই বিএনপি উপলব্ধি করেছে। বিএনপি ‘ভিশন টোয়েন্টি থার্টি’ দিয়েছে, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সাথে এগোচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: