• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ

ছবি: সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চলমান থাকবে। নাহিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করে যাবে এনসিপি। রবিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নিবার্চনের জন্য; যে নিবার্চনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্যরা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2