• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:২০, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দু’জন মারা গেছেন। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভর্তি রয়েছেন ৪৪ জন। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২ জন। এর আগে ২০ জন নিহতের খবর জানিয়েছিল আইএসপিআর।

সোমবার (২১ জুলাই) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাতে আরও দুজন মারা গেছেন। এরা হলেন শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও শিক্ষিকা মেহরীন (৪৬)।

তিনি বলেন, আফনানের শরীরের ৯৫ শতাংশ ও মাহরিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুপুরে ইনস্টিটিউটের জরুরি বিভগে মারা যায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ (১৪)। তার বাড়ি তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায়। বাবার নাম রুবেল মিয়া।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ বলেন, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইউনিটে মোট চারজন রোগী আসে। এরমধ্যে জুনায়েত হাসান (১১) জরুরি বিভাগে মারা যায়। তিনজন রোগী  ভর্তি রয়েছে।

মৃত জুনায়েত হাসানের নানা মোসলেম উদ্দিন মোল্লা বলেন, তাদের বাসা তুরাগ নয়ানগর এলাকায়। জুনায়েত মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার নাম আসলাম মিয়া। জুনায়েতের বড় ভাই আরবী হাসান একই স্কুলে পড়ে। তবে সে সুস্থ আছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2